আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩৯

নওগাঁর আত্রাইয়ে নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার॥

নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদী থেকে ভাঁসমান অবস্থায় এক অজ্ঞাত অর্ধগলিত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ । গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে আত্রাই উপজেলার শাহাগোলা ইউপির জাতোপাড়া নদীর তীর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়|পুলিশ জানায়,শনিবার বিকাল ৫টার দিকে আত্রাই নদীতে লাশটি ভাঁসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে,ঘটনা স্থানে পুলিশ গিয়ে অর্ধগলিত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে, লাশটির দেহে পচঁন ধরেছে | আত্রাই থানার অফিসার ইনচাজ মোসলেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,শিশুটির বয়স ৬-৭ বছর,শিশুটিকে হত্যা করার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে কি,নদীতে পড়ে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা সম্ভাব হয় নি | লাশটির দেহে পচঁন ধরেছে মুখমুন্ডল দেখে সনাক্ত করা সম্ভাব নয়,শিশুটির নাম ও বাড়ি কোথায় জানা যায় নি |

মো:ইমরান ইসলাম, নওগাঁ প্রতিনিধি (শিক্ষানবিস)

আরো সংবাদ