আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪০

নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিজেস্ব সংবাদদাতা ।। যশোরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে নওয়াপাড়া হাইওয়ে থানা অডিটোরিয়ামে মাদক ও চোরাচালান নির্মূল, সড়ক দুর্ঘটনা হ্রাস, সন্ত্রাসী কার্যকলাপ রোধে মহাসড়কে শৃংখলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি রোধে জনসচেতনতামূলক এ সমাবেশের আয়োজন হয়।

অনুষ্ঠানে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে সার্কেল যশোরের এএসপি আলী আহমদ হাশমী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সালাম শেখ, যশোর সদর থানা হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এইচ এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম হিমু, অভয়নগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রি ডাঃ সাফিয়া খানম।

এসময় অনুষ্ঠানে উপস্থিত সকলকেই হাইওয়ে পুলিশের সঙ্গে থেকে মাদক ও চোরাচালান নির্মূল, সড়ক দুর্ঘটনা হ্রাস, সন্ত্রাসী কার্যকলাপ রোধে মহাসড়কে শৃংখলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি রোধে সহযোগিতা করাল অনুরোধ জানান বক্তারা।

নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ, মাদারীপুর রিজিয়নের জনসচেতনতামূলক সমাবেশে আরও উপস্থিত ছিলেন, যশোর সদর থানা হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আবু সালাম আসাদ পারভেজ, দপ্তর সম্পাদক হুমায়ন, প্রচার সম্পাদক মহিউদ্দিন সানি, ক্যাশিয়ার শরিফুল ইসলাম, ক্রিড়া সম্পাদক মাসুদ রানা বাচ্চু, সদস্য মিজানুর রহমান, আজিজুল ইসলাম, তৌফিকুল ইসলাম মুন্না, আনিছুর রহমান, করিমুল ইসলাম ঈমন, মামুন হোসেন, সাদিব, মেহেদী হাসান হৃদয়, রোমান আলী, আবু সালেক, গোলাম রসুল ও রুস্তম আলীসহ আরও অনেকে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত