আজ - শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১২:১৯

নওয়াপাড়ায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে এখন ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। আজ শনিবার ৮ অক্টোবর অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ১শত ৯৭জন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। সনাক্তকৃত রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩৩জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৬২জন। অপর দু’জনের উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করা হয়েছে বলে জানা যায়। অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার: ওয়াহিদুজ্জামান বলেন, গত দু’মাসে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন গড়ে ৮/১০জন রোগী সনাক্ত হচ্ছে। ভারি বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এর প্রকোপ কমার সম্ভবনা কম। ডেঙ্গুর লার্ভা বহন কারি এডিস মশার বংশবৃদ্ধির স্থান গুলো চিহিৃত করে ফগিং মেশিন দ্বারা কীটনাশক স্প্রে করা এখনি প্রয়োজন। এছাড়াও প্রতেকের বাড়ির চারিপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই।

আরো সংবাদ