নড়াইলের লোহাগড়ার কৃতি সন্তান শামীম আরা রিমি বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন।
সূত্র জানায়, বিসিএস ২৭ ব্যাচের শামীম আরা রিমি গত ১৩ জানুয়ারি বান্দরবান পার্বত্য জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। নড়াইলের লোহাগড়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের রাজুপুর গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট (মরহুম) মোঃ রুহুল কুদ্দুসের কন্যা শামীম আরা রিমি। পারিবারিক জীবনে মা, ভাই-বোন এবং স্বামী ও দুটি সন্তান রয়েছে তার। শামীম আরা রিমি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করায় নড়াইলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়ে দীর্ঘায়ু কামনা করেছেন।