আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:২২

নড়াইলে দোকানঘর ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।

নড়াইল পৌরসভা থেকে বরাদ্দ দোকানঘর ভেঙে ফোরলেন করার প্রতিবাদে রূপগঞ্জ বাজারের মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দু’ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে কয়েকশ’ ব্যবসায়ী অংশ গ্রহণ করেন।
এসময় ব্যবসায়ীরা বক্তৃতায় বলেন, পৌরসভা থেকে টেন্ডারের মাধ্যমে ৩০ বছর আগে বরাদ্দ নেয়া এসব দোকান ভেঙে ফেলা হলে সবাইকে রাস্তায় দাঁড়াতে হবে। মানবিক দিক বিবেচনা করে এবং ব্যবসায়ীদের পরিবারের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে করবাহাদুর আলহাজ ওহিদুজ্জামানে নেতৃত্বে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

আরো সংবাদ