আজ - শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:৪৪

নড়াইলে মুজিব বর্ষ উপলক্ষে ৪৭৭টি পরিবার উপহার পেলেন জমিসহ পাকা ঘর।

মোঃআজিজুর বিশ্বাস, নড়াইল প্রতিনিধি।। নড়াইলে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন অসহায় পরিবারকে ২শতক জমি ও আধাপাঁকা ৪৭৭ টি ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম ধাপে ৩২৫টি পরিবারের মাঝে জমির দলিল,খতিয়ান সহ বাড়ির চাবি দেওয়া হয়। রবিবার (২০জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভার্চুয়াল উদ্বোধনে বাকি ১৫২টি পরিবারকে তাদের সপ্নের বাড়ির দলিলপত্র সহ চাবি তুলে দেন। এর মধ্য নড়াইল সদরে ২৭টি কালিয়ায়১০০টি এবং লোহাগড়া উপজেলায় ২৫ টি পরিবার তাদের স্বপ্নের জমিসহ ঘর বুঝে পেয়েছেন।

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পি,পি,এম বার, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ বোস, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা, সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং প্রধানমন্ত্রীর দেওয়া জমি ও ঘরের মালিকেরা।

এ সময় ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন অসহায় মানুষেরা। তারা বলেন, এতদিন আমরা ভাঙাচোরা ঘরে থাকতাম এখন শেখ হাসিনার দেওয়া পাকা ঘরে আমরা থাকবো।

আরো সংবাদ