আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৪:৩৬

নড়াইলে ৮ মাসের শিশুকে গাছে ঝুলিয়ে হত্যা চেস্টাকারী সেই পাষান্ড বাবা গ্রেফতার ।

নড়াইলে ৮ মাসের শিশুকে গাছে ঝুলিয়ে হত্যা চেস্টাকারী সেই পাষান্ড বাবা গ্রেফতার ।

নড়াইল জেলায় লোহাগড়া উপজেলায় শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে দ্বিতীয় বউ চলে যাওয়ায় প্রথম বউ ৮ মাসের শিশু সন্তানকে আম গাছের সাথে মোটা রশি দিয়ে বেঁধে নির্যাতন ও হত্যার চেষ্টা করেন পাষান্ড বাবা, মামুন শেখ (৩১) এই ঘটনায় জড়িত নিষ্ঠুর পিতাকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

মামুন শেখ লোহাগড়া উপজেলায় শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের দাউদ শেখের ছেলে।

পুলিশে যার সূত্রে জানা যায়,১৩ বছর ইসলামিক শরিয়াত মোতাবেক রঘুনাথপুর গ্রামে দাউদ শেখের ছেলে মামুন শেখের সাথে বিয়ে হয় কুলসুম বেগম (২৯) সাথে

বিয়ের পর থেকে তারা সংসার করে আসছিলেন। সংসার করাকালীন তাদের ঘরে দুইটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম নেয়। এক বছর আগে মামুন শেখ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে প্রথম স্ত্রীর কোনো খোঁজ খবর নেন না এবং ছেলে মেয়েদের খাওয়া পরা সংসারিক কোনো খরচ দেন না। এছাড়া প্রায়ই যৌতুকের জন্য কুলসুম বেগমকে মারপিট ও নির্যাতন করতে থাকেন মামুন শেখ।

সোমবার দুপুরে মামুন শেখ কুলসুম বেগমকে তার বাবারনবাড়ি থেকে ১ লাখ টাকা যৌতুক আনতে বলেন।কিন্তু তার বাবা-মা গরীব লোক বলে সে টাকা আনতে অস্বীকার করে কুলসুম বেগম।পরে বাঁশের লাঠি দিয়ে এলো পাতারি মারপিট করেন স্বামী মামুন। এতে তার হাতে পায়ে, পিঠে, মাথায় জখম হয়। এরপর গলা চেপে শ্বাস রোধ করে হত্যা করার চেষ্টা করেন মামুন শেখ। এ সময় মামুন শেখের দ্বিতীয় স্ত্রী মাফুজা আক্তার সাথী (২৫) চুলের মুঠি ধরে কুলসুমকে কিল ঘুষি মেরে সেখান থেকে পালিয়ে যায়।

এর পর দ্বিতীয় বউ চলে যাওয়ায় মামুন শেখ দুধের শিশু বাচ্চা আল হাবিবকে (৮মাস)ধরে নিয়ে আম গাছের ডালে পা উপর দিকে জুলিয়ে মারধর করে ও শ্বাস রোধ করে হত্যার চেস্টা করে কুলসুম বেগম ও তার শাশুড়ি মামুনের হাত থেকে শিশুকে রক্ষা করতে গেলে তাদের ও মারপিট করে। এসময় তার শাশুড়ি আসমা বেগম কুলসুমকে ভয়ভীতি ও হুমকি ধামকি দেয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন,বলেন ঘটনায় শিশুর মা কুলসুম বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।আসামি মামুন শেখকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত