আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:২৩

নতুন নাম পা‌চ্ছে ব‌রিশাল আইন ক‌লেজ

বরিশাল আইন কলেজের (ল’ কলেজ) নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণে ‘শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়’ রাখা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯২তম সভায় নতুন নামকরণ অনুমোদিত হয়েছে।  গত বৃহস্পতিবার (১৮ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত  একটি অফিস আদেশ বরিশাল আইন কলেজের অধ্যক্ষের কাছে পৌঁছে।
অফিস আদেশে নাম পরিবর্তন বাবদ পাঁচ লাখ টাকা ফি সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দিতে বলা হয়েছে।  বরিশাল আইন কলেজের উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম জানান, নাম পরিবর্তন সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি তারা পেয়েছেন।

এখন সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দেওয়া হবে। এরপর কলেজ ব্যবস্থাপনা কমিটির সভায় নাম পরিবর্তন রেজুলেশন হবে।তারপর কলেজের সাইনবোর্ডসহ যাবতীয় কার্যক্রমে নতুন নামকরণ করা হবে।  ১৯৬৩ সালে বরিশাল আইন কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি দেশের অন্যতম প্রাচীন আইন কলেজ। বর্তমানে এ কলেজে অধ্যায়ন করছে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীর দিক থেকে বরিশাল আইন কলেজ দেশের সর্বোচ্চ বলে জানিয়েছেন উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম।

আরো সংবাদ