মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী বাধন বিশ্বাসের ফাঁসির দাবিতে বাঘারপাড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা চৌরাস্তায় হেফাজতে ইসলাম বাঘারপাড়া শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হেফাজতে ইসলাম উপজেলা শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা: কামরুজ্জামান, সহ সভাপতি মুফতি মাসুদুর রহমান, হাফেজ ইদ্রিস জামিন, জামায়াতে ইসলাম বাঘারপাড়া শাখার সম্পাদক আব্দুল জব্বার, বাঘারপাড়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হায়দার আলী প্রমুখ। সমাবেশে হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন মিছিলকারীরা।
প্রসঙ্গত বাধন বিশ্বাস উপজেলার বন্দবিলা ইউনিয়নের সাদীপুর গ্রামের বিধান বিশ্বাসের ছেলে। স¤প্রতি ‘বিষাক্ত ছেলে’ নামে ফেসবুক আইডি থেকে মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করে একটি পোস্টে কমেন্ট করে ওই তরুণ। গত ১১ নভেম্বর সোমবার রাত ২টায় দিকে পুলিশ তাকে আটক করে। বর্তমানে বাধন জেলহাজতে রয়েছে।