আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২০

নরসিংদীতে আনসার সদস্যদের অস্ত্র লুট ।

 

নরসিংদীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুই আনসার সদস্যের কাছ থেকে গুলিসহ দুটি শটগান লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার উপজেলার বড়বাজার এলাকা বণিক সমিতির আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি, পিবিআই ও নরসিংদী জেলা পুলিশ। ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, রাত আড়াইটার দিকে নরসিংদী বড় বাজার এলাকায় একই সঙ্গে চারজন আনসার সদস্য ক্যাম্পের সামনে টহল দিচ্ছিল। ওই সময় হঠাৎ পেছন থেকে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করে। এতে দুই আনসার সদস্য দৌড়ে চলে গেলেও বাকি দুজনকে রশিতে বেঁধে তাদের কাছে থাকা দুটি শটগান এবং ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় তারা। নরসিংদী আনসার ক্যাম্পের জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। তারা তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নরসিংদী আনসার ক্যাম্পের সার্কেল এডজুটেন্ট আমির হামজা বলেন, অস্ত্র লুটের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া জানান, এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ