আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:০৪

নরসিংদীতে সুরমা মেইল ট্রেনের ইঞ্জিনে আগুন

নরসিংদীর রায়পুরায় সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দৌলতকান্দি রেলস্টেশন এলাকায় ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্রেনটির চালক এমএইচ হাজারী বলেন, সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি নিয়ে ৬টা ৪ মিনিটে ভৈরব অতিক্রম করি। পথিমধ্যে ৬টা ১২ মিনিটে দৌলতকান্দি স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনের বাম পাশের পেছনের চাকায় ধোয়া দেখতে পায় রেল কর্মচারীরা। পরে অল্প কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

এ বিষয়ে দৌলতকান্দি স্টেশনের স্টেশন মাস্টার শামসুল হক বলেন, দুর্ঘটনার শিকার ট্রেনটিতে অন্য একটি ইঞ্জিন লাগিয়ে সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। বর্তমানে এ রুটে সকল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত