আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:১৬

নরেন্দ্রপুরে জনি হত্যায় মামলা: আসামী ৩০!

আবুল বারাকাত (যশোর থেকে) :: যশোর নরেন্দ্রপুরে মাটির ব্যবসায় আধিপত্য বিস্তারে যুবক খুনের ঘটনাকে কেন্দ্র করে নিহত জনি হোসেন (২৬) এর পিতা সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এই মামলা করেন।এ নিহতের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ সহ ৪/৫ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে।  

আসামীরা হলো ০১।মো. শাহিন আলম পিতা-মনোয়ার ওরফে মনির গ্রাম-চাউলিয়া ০২। মর্তুজা পিতা-মোয়াজ্জিন গ্রাম-চাউলিয়া, ০৩।বাসির পিতা-অজ্ঞাত গ্রাম-চাউলিয়া ০৪। তৌফিক(খায়ের বিশ্বাসের নাতি ছেলে) পিতা- গ্রাম-চাউলিয়া ০৫।রেজয়ান(হাশেম মোয়াজ্জিনের নাতি)গ্রাম-চাউলিয়া,০৬। সবুজ হাসান পিতা-নওশের আলী গ্রাম-নরেন্দ্রপুর(পোষ্টঅফিস পাড়া)০৭। সুমন পিতা-দবির গ্রাম-নরেন্দ্রপুর মোল্যাপাড়া ০৮।সাগর পিতা-জালাল ০৯।সুজন কুমার পাল পিতা-সঞ্জয় পাল গ্রাম- ঘোড়াগাছা(সাহা পাড়া)১০।নয়ন পিতা-অজ্ঞাত গ্রাম-কচুয়া ১১। ইমামুল পিতা-বাবু গ্রাম-চাউলিয়া ১২।মুন্না পিতা-অজ্ঞাত গ্রাম-চাউলিয়া ১৩।অনিক পিতা-অজ্ঞাত গ্রাম-চাউলিয়া ১৪।মিলন পিতা- গৌর সাহা গ্রাম- ঘোড়াগাছা(সাহাপাড়া)১৫।মুন্না পিতা-শফি গাজি গ্রাম-চাউলিয়া ১৬। আরমান পিতা-আকবর গ্রাম-রূপদিয়া বটতলা ১৭।নিশান পিতা-অজ্ঞাত গ্রাম-মুনশেফপুর খানপাড়া ১৮।মনিরুল ইসলাম মনির পিতা-ওলিয়ার রহমান গ্রাম-গোপালপুর ১৯। আরিফ পিতা-অজ্ঞাত গ্রাম-কচুয়া ২০। প্রান্ত পিতা- সাধন দাস গ্রাম-ঘোড়াগাছা (সাহাপাড়া)২১।আনাম পিতা-হাশেম মোয়াজ্জেম গ্রাম-চাউলিয়া ২২।তুহিন পিতা-অজ্ঞাত গ্রাম-রূপদিয়া ২৩।রাসেল পিতা-গোলাম মোস্তফা গ্রাম-নরেন্দ্রপুর ২৪। আল আমিন হোসাইন পিতা-ওয়াজেদ গাজি গ্রাম-গোপালপুর ২৫।সোহাগ সাহা পিতা-দুলাল সাহা গ্রাম-ঘোড়াগাছা(সাহাপাড়া)

নিহত জনি পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের তাড়ুয়া পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম সবুজ হাসানসহ মোট চারজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা জিএম সবুজ হাসান ও শাহিন আলম মাটি কেনাবেচার ব্যবসা করেন। তারা বিভিন্ন গ্রাম থেকে মাটি কিনে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করেন।সম্প্রতি নরেন্দ্রপুরের হাসিবের জমির মাটি কিনতে চান দুইজনই। এনিয়ে বিরোধের সৃষ্টি হলে সোমবার সন্ধ্যার পর নরেন্দ্রপুর মাস্টারপাড়ায় দুই পক্ষ সমঝোতা বৈঠকে বসে।সেখানে শাহিন আলম মোটরসাইকেল, ইজিবাইক ও ট্রেকারে করে ২০/২৫ জন নিয়ে আসে। বৈঠকে সবুজের পক্ষে ছিল জনি। বৈঠক চলাকালে শাহিনের পক্ষের কয়েকজন জনিকে ডেকে পাশে নিয়ে বুকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরো সংবাদ