আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:১৮

নরেন্দ্রপুরে জনি হত্যা ; ১১ আসামি কারাগারে

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে জনি হোসেন হত্যা মামলার ১১ আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন, যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের হাসেম আলী বিশ্বাসের ছেলে মোর্তুজা হাসান, বাবর আলীর ছেলে ইমামুল ইসলাম, শুকুর আলী খন্দকারের ছেলে বাছির হোসেন, পিন্টু মিয়ার ছেলে তৌফিক হোসেন, ফজলুল হকের ছেলে রেজোয়ান হোসেন, তোফাজ্জেল হোসেনের ছেলে মুন্না হোসেন, মুনসুর আলীর ছেলে শাহিন আলম, নরেন্দ্রপুর গ্রামের তবির হোসেনের ছেলে সুমন হোসেন, জালাল উদ্দিনের ছেলে সাগর হোসেন, ঘোড়াগাছা গ্রামের গৌর সাহার ছেলে মিলন সাহা, কচুয়া গ্রামের রবিউল হোসেনের ছেলে নয়ন হোসেন।

গত ৯ ডিসেম্বর বিকেলে সুমন ও সাগর নামে দুই যুবক একটি মোটরসাইকেলে করে তার বাড়িতে যায়। কিছু সময় পর জনি শীতের কাপড় নিয়ে সুমন ও সাগরের সাথে চলে যায়। রাত সাড়ে ৯ টার দিকে জনি নরেন্দ্রপুর গ্রামের হারুন অর রশিদের চায়ের দোকানে বসে চা পান করছিল। এ সময় ৯/১০টি মোটরসাইকেল ও ট্রেগার গাড়িতে এসে আসামিরা জনির ওপর হামলা করে। তার বুকে ছুরিকাঘাতে হত্যা করে চলে যায়। খবর পেয়ে পুলিশ জনির লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় জনি হোসেনের পিতা মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের তারুয়া গ্রামের পশ্চিমপাড়ার সিরাজুল ইসলাম মামলা করেন। মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে মামলা করেন। এ মামলায় এজাহার ভুক্ত এ ১১ জন আদালতে আত্মসমর্পণ করে। এ মামলায় এজাহারভুক্ত ২৫ আসামির মধ্যে আরো ১০ জন এখনো পলাতক রয়েছে।

আরো সংবাদ