আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৩১

নরেন্দ্রপুরে পাটজাত পণ্য’র বহুমূখি ব্যাবহার ও উদ্যোক্তা উন্নয়নের ১০দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

রূপদিয়া প্রতিনিধি: রোববার (পহেলা নভেম্বর ২০২০) এল জি এস পি-৩ এর আওত্বায় মহিলাদের আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে পাটজাত পণ্য’র বহুমূখি ব্যাবহার ও উদ্যোক্তা উন্নয়নের ১০দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। অত্র পরিষদের প্রশিক্ষণ হলরুমে ১০ দিনের এই উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করেন উপ-পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার যশোর জনাব হুসাইন শওকত। সদর উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান মোদাচ্ছের আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট ফ্যাসিলেটেটর এমএ হালিম। এছাড়াও অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষক মর্জিনা আক্তার, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফসিয়ার রহমান, প্রেসক্লাব রূপদিয়ার সভাপতি রবিউল খান, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, ইউপি মেম্বার আজিম বিশ্বাস, বাবর আলী বাবু, সুজিত বিশ্বাস, রফিকুল ইসলাম খান, মহিলা মেম্বার আলেয়া খাতুন, সালেহা বেগম, রানু বেগম টুনি, ইউপি সচিব সিদ্দিক আলী, কার্যসহকারী সাংবাদিক আলমগীর কবির, সাংবাদিক আকতারুজ্জামান, মহিউদ্দিন সানি, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা ফজলুর রহমান, গ্রাম পুলিশ সদস্য সহ প্রশিক্ষণার্থীরা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত