আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৪৬

নরেন্দ্রপুরে পানিতে ডুবে নবম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু!

স্টাফ রিপোর্টার ।। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরের হাটবিলা বয়রাতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. সিহাব (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মজ্ঞলবার (৩ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সিহাব ঐ গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির নবম শ্রেণীর ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে সিহাব তার ছোট বোন মোহনা (৭) কে নিয়ে হাটবিলা বয়রাতলা জামে মসজিদের সামনের পুকুরে গোসল করছিলো। একপর্যায়ে সিহাব ডুব দিলে আর ওঠেনি। পরে তার ছোট বোন মোহনা তার বাড়িতে জানালে স্থাণীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। দুই ভাই-বোনের মধ্যে সে বড়।

নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সুপ্রভাত জানান, আমি ইতিমধ্যে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর খবর জেনেছি। তার মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রয়েছে। আমরা ঐ শিক্ষার্থীর লাশ তার পরিবারের নিকট হস্তান্তরের জন্য কাজ করছি।

আরো সংবাদ