আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৪২

নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আলমের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

যশোর (রূপদিয়া) প্রতিনিধি :: শনিবার (০৪ এপ্রিল) নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আলমের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে (চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ও সাবান ইত্যাদি) সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পাশাপাশি গত কয়েক সপ্তাহ ধরে নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আলম মানবিকতায় সাধারণ মানুষকে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও স্যানিটাইজার, লিফলেট বিতরণসহ বিভিন্ন জনসচেতনামূলক কর্মসূচি পালন করছেন।

নিজ হাতে খাদ্যদ্রব্য প্যাকেট করছেন ছাত্রলীগ সভাপতি শাহিন আলম।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে পড়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই প্রেক্ষিতে নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে গতকাল প্রথম দিনের মত ৭০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেছেন শাহিন আলম সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

শাহিন আলম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার মানুষজনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছে। তাই  অসহায় ও হতদরিদ্র মানুষজন খাদ্য সংকটে দিন কাটাচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দেশরত্ন শেখ হাসিনা বলেছেন ‘সততাই শক্তি, মানবতাই মুক্তি’। তাই জাতির এমন ক্রান্তিলগ্নে মানবতার উপস্থিতি সকল নেতা কর্মীদের মাঝে থাকা উচিত বলে মনে করেন তিনি।ছাত্রলীগের প্রতিটি কর্মী দেশের দুর্যোগকালীন মুহূর্তে প্রতিবারের ন্যায় এবারও এগিয়ে এসেছে, ভবিষ্যতেও থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত