আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪২

নাজমুল ইসলাম কাজলের জানাজা সম্পন্ন, সন্ধ্যায় দাফন

খান জাহান আলী 24/7 নিউজ : বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম কাজলের প্রথম নামাজে জানাজা আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এর পরে নিজ এলাকায় তার দ্বিতীয় দফা নামাজে জানাজা হয়। সন্ধ্যায় তাকে দাফন করা হবে।

প্রথম জানাজার  রাজনৈতিক সহকর্মী ও স্বজনরা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের  সভাপতি বাবু মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক  ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হাসান মিলন, যশোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, দরাজহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান জাকির হোসেন, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল,কচুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুরে আলম সিদ্দিকি পলাশ,  উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলাই   এবং সর্বস্তরের জনগণ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

নামাজে জানাযায় বক্তব্যে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায় বলেন,  বাঘারপাড়ার অসহায় ও বিপদগ্রস্থ মানুষসহ সকল শ্রেনি পেশার মানুষের মাঝে উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল বেঁচে থাকবেন অনন্তকাল। তিনি মরহুমের পরিবারসহ নেতাকর্মী সবাইকে এ শোক শক্তিতে রুপান্তরিত করার আহবান জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ‘নোয়াপাড়া এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে জিপে থাকা চারজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো দুজন। এ ছাড়া একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত হন কাজলসহ চারজন। উপজেলার নোয়াপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ‘নোয়াপাড়া এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে জিপে থাকা চারজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো দুজন। এ ছাড়া একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল ছাড়া একই উপজেলার বাসিন্দা রাসেল আহমেদ, আঁখি আক্তার ও উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (ম্যানেজার) রয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন ছিলেন চেয়ারম্যান কাজলের আপন খালাতো ভাই।

গত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন নাজমুল ইসলাম কাজল। এর আগে তিনি জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে জাতীয় পদক পাওয়ারও খ্যাতি রয়েছে তার।

উল্লেখ্য বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম কাজলের প্রথম নামাজে জানাজায় অংশগ্রহনকারী শরিফুল ইসলাম নামের সাবেক  এক যুবলীগ নেতা স্ট্রোক করে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত