আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ২:২৬

নাটোরে ৬৭ নমুনা পরীক্ষায় ৪২ জনেরই করোনা শনাক্ত

নাটোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪২ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬২ দশমিক ৬৮ শতাংশ।

একই সময়ে এ জেলায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম আক্কেল আলী (৪২)। তিনি সদর উপজেলার গকুলনগর এলাকার বাসিন্দা। গত ২৮ মে থেকে তিনি করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ৪২ জনের মধ্যে বাগাতিপাড়া উপজেলার ২, সিংড়ার ১২, গুরুদাসপুরের ১ এবং সদর উপজেলার ২৭ জন রয়েছেন।

নাটোর জেলায় এ পর্যন্ত মোট ১৪ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৯৪০ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত