আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:২২

নামাজে ব্যাগ নিয়ে আসা যাবেনা: আছাদুজ্জামান মিয়া

মুসুল্লিদের নিরাপত্তায় ঈদের দিন জাতীয় ঈদগাহে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহ ময়দান পুরোটাই সিসিটিভির আওতায় থাকবে। আন্তবেষ্টনী, বহিঃবেষ্টনী, ব্যারিকেড ব্যবস্থায় পোশাকে ও সাদা পোশাকে পাঁচ স্তরের নিরাপত্তা থাকবে।’

আছাদুজ্জামান আরও বলেন, ‘এবার ঈদের নামাজে আসার সময় ব্যাগ, ছুরি, চাকু, দাহ্য পদার্থ, দিয়াশলাই এগুলো বহন করা যাবেনা। শুধুমাত্র জায়নামাজ ও বৃষ্টির জন্য ছাতা বহন করা যাবে।’

শনিবার সকালে, জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

আরো সংবাদ