নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ স্নানোৎসবে দায়িত্ব পালন করতে গিয়ে ৪০ জন পুলিশ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মশিউর রহমান।
তিনি জানান, সকালে দায়িত্ব পালনকালে একে একে ৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত পুলিশ সদস্য লাঙ্গলবন্দ থেকে এসে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এদের মধ্যে একজনের অবস্থা খারাপ থাকায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। বাকি ৩৯ জনের মধ্যে ৭ জন এখন ভর্তি আছেন। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সিভিল সার্জন বলেন, ঠিক কী কারণে এমনটা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, আমরা তাদের খাবার সরবরাহ করি। চিকিৎসকরা জানিয়েছেন ফুড পয়জনিং থেকে হতে পারে এমনটা। হয়তো বাইরের কিছু খেয়ে থাকতে পারেন তারা। কিংবা গরমের কারণেও হতে পারে। একজন ছাড়া সবাই আপাতত সুস্থ আছেন।