আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৩১

নারায়ণগঞ্জে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জ নগরীর জল্লারপাড়া এলাকায় লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে- ইমতিয়াজ আহমেদ (১৪) ও মিহাদ হোসেন (১৩)।
শুক্রবার বিকেল ৪ টার দিকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।  শিশু দুটির বাড়ি পশ্চিম দেওভোগ এলাকায়।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার ফতুল্লার দেওভোগ মাদ্রাসার ছাত্র ইমতিয়াজ ও মিহাদ দুপুরে  জল্লারপাড়া লেকে  গোসল করতে নামে। কিছুক্ষন পর দু’জনই গভীর পানিতে তলিয়ে যায়। ঘন্টাখানেক পর মিহাদের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে স্বজন ও ফায়ার সার্ভিসকে খবর দেয় । পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে লেকে তল্লাশী চালিয়ে ইমতিয়াজের লাশ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, জল্লাপাড়া লেকে গোসল করতে নেমে সাতাঁর না জানা দুই  মাদ্রাসা ছাত্র ডুবে মারা গেছে। ডুবুরিরা লেকে তল্লাশী চালিয়ে তাদের লাশ উদ্ধার করে স্বজনদের  কাছে হস্তান্তর করেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->