আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১২:০৫

নিখোঁজ সেই সহ-সমন্বয়ক ৪ দিন পরে হলে ফিরলেন।

চার দিন ধরে নিখোঁজ থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ফিরে আসেন। হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে পৌঁছে দেন।

তবে, এই চার দিন তিনি কোথায় ছিলেন বা কার সঙ্গে সময় কাটিয়েছেন, তা এখনো জানা যায়নি।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ জানান, খালেদ হলে ফিরে এসেছে। আমি তার রুমে আছি। সে এখনো কোনো কথা বলছে না, একদম চুপচাপ রয়েছে। তাকে আগে ফ্রেশ হতে দিন, তারপর হয়তো আমরা বিস্তারিত জানতে পারব।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত