আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:০৮

নিয়ামতপুরে গণেশ মূর্তি উদ্ধার

 

নওগাঁর নিয়ামতপুরে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ২কেজি ১শ ৭০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।

নিয়ামতপুর থানার উপ পুলিশ পরিদর্শক তহছেন উজ্জামান জানান, আজ শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজার এলাকায় মুহাম্মদ রাব্বানীর বাড়ি পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের গণেশ মূর্তিটি উদ্ধার করে নিয়ামতপুর থান পুলিশের একটি দল। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

নিয়ামতপুর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আরো সংবাদ