আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৫৯

নিস্পত্তিকৃত মামলায় বিশেষ মহলের চাপে শাহারুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট!

খান জাহান আলী 24/7 নিউজ ডেক্স:: আগামী ১১ ই নভেম্বর যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে যশোর জেলা আওয়ামীলীগের সদস্য, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক , আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এবারের সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহারুল ইসলামকে উদ্যেশ্যপ্রনোদিত ভাবে এভিডেভিটকৃত মামলাকে নতুন করে চার্জশীট ভুক্ত করে হয়রানির অভিযোগ উঠেছে সর্বমহলে। 

বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কতৃক ৭ম শ্রেণীর ছাত্রীর শ্লীনতাহানীকে কেন্দ্র করে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জাহাঙ্গীর মাস্টার কে দিয়ে একজন জনপ্রতিনিধি ও প্রশাসনের তদবিরে এ মামলা করা হয়।

এ মামলার বাদী জাহাঙ্গীর মাস্টার খান জাহান আলী 24/7 নিউজকে জানান, “ আমি শাহরুল ইসলামের পক্ষে থাকবো। আমি এই চার্জশীটের ব্যাপারে অবগত নই। আমি মামলার বাদী ছিলাম কিন্তু এই মামলা কোর্টের মাধ্যমেই নিস্পত্তি হয়েছে। এ বিষয়ে কোর্ট, মুহুরি বা দায়িত্বপ্রাপ্ত এস আই আমাকে কিছুই জানান নি। এ মামলা ইতিমধ্যেই কোর্টের মাধ্যমে এভিডেভিটকৃত।”

মামলার দায়িত্বপ্রাপ্ত এস আই হায়াত বলেন, “ বাদী আমাদের কাছে কোন এভিডএভিড কপি জমা দেয়নি বা কোন মিমাংশার কথাও আমাদেরকে জানাননি আমরা এ বিষয়ে উর্দ্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে চার্জশীট কোটে পাঠিয়েছি।”

শাহারুল ইসলাম বলেন, “সামনে ত্রি – বার্ষিক সম্মেলনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষ সড়যন্ত্র করেই এমন পরিস্থিতির সৃষ্টি করছে। বাদিকে উপেক্ষা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি একটা পক্ষের রাজনীতি করি এজন্যই অন্য পক্ষ প্রশাসনকে ব্যবহার করছে। সামনে সম্মেলনে প্রশাসনকে ব্যবহার করা হতে পারে এটা তারই আলামত।”

তৃণমূলের নেতা কর্মীরা বলেন,  সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহারুল ইসলামের নামে কুৎসা রটিয়ে তাকে তৃণমূলের নেতাকর্মীদের মাঝ থেকে দুরে সরাতে  একটি গ্রুপের নির্দেশনায় এসব হচ্ছে। প্রশাসনকে পুজি করে তারা শাহরুল ইসলামকে প্রশ্নবৃদ্ধ করার পায়তারা চালাচ্ছে।

এর আগে ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে  শ্লীলতা হানির অভিযোগে ইউসুফ আলীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়। পরে বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ঐ শিক্ষক ইউসুফ আলীকে মারপিটের অভিযোগে শাহারুল ইসলামকে আসামী করে কোতয়ালি থানায় এ মামলা করেন।

আরো সংবাদ