আজ - শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:১৭

নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

নীলফামারীর সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব।শুক্রবার রাত ২টা থেকে উপজেলার সোনারায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুঠিহারী গ্রামের একটি বাড়ি র‌্যাব সদস্যরা ঘিরে রেখেছে বলে জানিয়েছে র‌্যাব-১৩ এর মিডিয়া উইং।

র‌্যাব বলছে, বাড়িটিতে জঙ্গি সদস্যরা রয়েছেন বলে তারা ধারণা করছেন। ওই বাড়িতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে র‌্যাব। ইতোমধ্যে রংপুর থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল নীলফামারীতে পৌঁছেছে।

অভিযান শেষ হলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত