আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩৬

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

নীলফামারী জেলার ডোমার উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় দুইব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর একটার দিকে ডোমার-জলঢাকা সড়কে উপজেলার একবট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডোমার উপজেলার মটুকপুর নদীয়া পাড়া গ্রামের সুকারু মামুদের ছেলে রিকশাভ্যান চালক আফছারুল ইসলাম (৪৫) এবং ডিমলা উপজেলা সদরের দক্ষিণ তিতপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৫)।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে চাল বোঝাই একটি ট্রাক্টর ডোমার হয়ে জলঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ডোমারের একবট নামক স্থানে ট্রাক্টরের ট্রলির দু’টি চাকা খুলে গেলে ট্রাক্টটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি রিকশাভ্যানের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের যাত্রী জহুরুল ইসলাম নিহত হন। এসময় রিকশাভ্যান-এর চালক আফছারুল ইসলাম ও তার বোন তাসলিমা বেগম এবং ভগ্নিপতি শরিফুল ইসলামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আফছারুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে, আহত তাসলিমাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উন নবী জানান, নিহত দু’ব্যক্তির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত