আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - ভোর ৫:৩৬

নেতাকর্মীদের পরম শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিক টিটো

নিজেস্ব সংবাদদাতা: হাজার হাজার মানুষের উপস্থিতিতে বর্ষীয়ান রাজনীতিক সাবেক প্রতিমন্ত্রী, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ সোমবার জোহরের নামাজের পর যশোর কেন্দ্রীয় ঈদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের কারবালা গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হন৷

এর আগে কেন্দ্রীয় ঈদগাহে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। মরহুমের কফিনে যশোরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।

জানাজায় যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আলম চঞ্চল, ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এটিএম এনামুল হক, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক মেয়র কামরুজ্জামান চুন্নু, নগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মারুফুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম শরফু, চেম্বার যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকতসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

সাবেক এমপি খালেদুর রহমান টিটো (৭৬) রোববার ইন্তেকাল করেন। ফুসফুসে ইনফেকশনজনিত কারণে চারদিন আগে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল ১০টার দিকে অবস্থার অবনতিতে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত