আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:২৪

নেতৃবৃন্দের বহর নিয়ে মণ্ডপে মণ্ডপে শাহরুল ইসলাম! প্রার্থনার অনুরোধ নেত্রীর জন্য।

মুনতাসির মামুন: যশোর সদর উপেজলার আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম অত্র ইউনিয়নের প্রত্যেকটি পুজামণ্ডপ পরিদর্শন করেছেন।পূজা চলকালে সব রকম পরিস্থিতি সস্পর্কে খোঁজ খবর নিতে তিনি নিজেই সব গুলো পূজামণ্ডপ পরিদর্শন করেন বলে জানান ইউপি যুবলীগ সভাপতি আলমাস আলী।

কোতয়ালি মডেল থানা পুলিশের উপ পরিদর্শক হায়াৎ মাহমুদ কে সাথে নিয়ে পাকদিয়া পূজা মন্দির, সুজলপুর ঋষিপাড়া পূজা মন্দির, আরবপুর পূজা মন্দির, আরবপুর খোলাডাঙা আদিবাসী পূজা মন্দির, পতেঙ্গালী পূজা মন্দির ও মন্ডলগাতী সার্বজনিন পূজা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় আইন শৃঙ্খলা রক্ষার্থে সব ক’টি মন্দিরে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে বলে সনাতন ধর্মালম্বীদের অভয় প্রদান করেন এস আই হায়াৎ মাহমুদ।

মণ্ডপ পরিদর্শন কালে অসহায় দরিদ্রদের মধ্যে নগদ অর্থ, বস্ত্র ও চাউল বিতরন করেন। এ সময় সনাতন ধর্মালম্বীদের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা আ’লীগ সম্পাদক শাহিন চাকলাদারের জন্য প্রার্থনার অনুরোধও জানান শাহারুল ইসলাম।

শাহারুল ইসলামের সফরসঙ্গী হিসেবে ইউপি সদস্য শওকত আলী, উজ্জল, আশরাফ, ইউপি যুবলীগের সভাপতি আলমাস আলী, সাংগঠনিক সম্পাদক আমিরুল, যুবলীগ নেতা রানা সর্দার প্রমুখ সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ