আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:০৯

নোয়াখালীতে আরও ৯৮ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ৯৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার ২৯৬ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। শনাক্তের হার ৩৩ দশমিক ১১ শতাংশ।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জেলার সদর উপজেলার পূর্ব অশ্বদিয়া গ্রামের বাসিন্দা। জেলা সিভিল সার্জনের কার্যালয় গতকাল রাতে এসব তথ্য প্রকাশ করে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল নোয়াখালীর দুটি করোনা পরীক্ষাকেন্দ্রে ২৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৮ জনের করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে ৫৯ জনই জেলার সদর উপজেলার বাসিন্দা। বাকি ব্যক্তিদের মধ্যে বেগমগঞ্জ উপজেলার রয়েছেন ১২ জন, সোনাইমুড়ী উপজেলার ১, চাটখিলের ৮, সেনবাগের ৪, কোম্পানীগঞ্জের ৮ ও কবিরহাট উপজেলার ৮ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮১৩। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৪০ জন।

গত মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার অশ্বদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ শফিউল্লাহ (৮৫) করোনার সংক্রমণে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২২।

জেলা সিভিল সার্জন চিকিৎসক মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, আক্রান্তের হার কমাতে ইতিমধ্যে সদর উপজেলায় বাড়ি বাড়ি লকডাউনসহ স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসনিক কড়াকড়ি বাড়ানো হয়েছে।

আরো সংবাদ