আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:৪৬

নোয়াখালীর বেগমগঞ্জে ১৩টি দোকান ভস্মীভূত

জেলার বেগমগঞ্জ উপজেলায় আজ অগ্নিকান্ডে ১৩টি দোকান ভস্মীভূত হয়েছে।
আজ শুক্রবার মধ্যরাতে (বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে) উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজিরহাট বাজারের কলেজ গেইট সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ইমরান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে হার্ডওয়্যার, কসমেটিকস ও মুদি দোকানসহ মোট ১৩টি দোকান ভস্মীভূত হয়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

আরো সংবাদ