আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:১৬

নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

জেলায় আজ মাদক মামলায় মিলন পোদ্দার ও কাজী বদিয়ার রহমান নামে দুই জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। সকাল ১০ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী হলেন, মিলন পোদ্দার সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারে ছেলে। অপর জন কাজী বদিয়ার রহমান একই উপজেলার পাইকমারি গ্রামের মৃত কাজী বাবর আলীর ছেলে।
রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৩ সালের ১৯ মার্চ পুলিশ জানতে পারে ঈগল পরিবহনের চেয়ার কোচ নং-ঢাকা মেট্র-ব-১৪-৬৫-১৪ এ মাদক বহন করা হচ্ছে। নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট এলাকায় পৌঁছালে পরিবহন তল্লাশি করে বিভিন্নস্থান থেকে মোট ১২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক(এসআই) নয়ন পাটোয়ারী বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

আরো সংবাদ