আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:০২

নড়াইলে সাবেক ইউপি সদস্য হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছানোয়ার মোল্যা (৭০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চন্ডিবরপুর ইউনিয়নবাসী এবং আলীগঞ্জ বাজার বণিক সমিতির আয়োজনে রোববার দুপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘর চত্বরে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বেলাল হোসেন, নিহত ছানোয়ার মোল্যার ছেলে মাহাবুর রহমান, শিক্ষক নেতা কামরুজ্জামান মুকুল, নবীর হোসেন, শাহাদত হোসেন সাবু, ইউপি মেম্বার আল-আমিন ওরফে আকিজ মোল্যা, মোস্তফা কামাল, মহিলা ইউপি মেম্বার নাজমীন নাহার সীমা, সাবেক মেম্বার  কওসার মোল্যা, কাশিপুর ইউপি মেম্বার কাজী রওশন, আলীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আবুল কালাম মোল্যা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার, ইসলামাবাদ দাখিল মাদরাসার সুপার মাওলানা রুহুল আমীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মোল্যা, কওসার উদ্দিন মোল্যা, কাজী আব্দুল কাদেরসহ এলাকাবাসী।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১০ জানুয়ারি নড়াইলের বোড়াবাদুরিয়া এলাকায় দত্তপাড়া গ্রামের ৭ থেকে ৮জন লোক ধারালো অস্ত্র দিয়ে ছানোয়ার মোল্যাসহ দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করে। এর মধ্যে ছানোয়ার মোল্যা চিকিৎসাধীন অবস্থায় ১৪ জানুয়ারি সকালে মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে বর্তমান ইউপি মেম্বার মাহাবুর মোল্যা বাদী হয়ে সাতজনের নামে নড়াইল সদর থানায় মামলা করেছেন। তবে কোনো আসামি এখনো গ্রেফতার হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই ফাহাদ হোসেন জানান, ছানোয়ার মোল্যা হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আশা করি তারা দ্রুত গ্রেফতার হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত