আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:৪১

নড়াইল আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেল জয়ী

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এএফএম হেমায়েৎ উল্লাহ হিরু এবং সাধার সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী পরিষদের অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার নড়াইল জেলা আইনজীবী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সমিতির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইস্রাফিল খবির রাজু (স্বতন্ত্র), গ্রন্থাগার সম্পাদক আ্যাডভোকেট রাজিয়া সুলতানা পপি, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব হোসেন, সদস্য পদে অ্যাডভোকেট জামাল উদ্দিন আহম্মেদ, অ্যাডভোকেট অনুপম কুমার ঘোষ, অ্যাডভোকেট মিশকাতুর রহমান, আ্যাডভোকেট রাকিব হাসান এবং আ্যাডভোকেট রাজিব আহম্মেদ রাজু (স্বতন্ত্র)।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের মধ্যে ৯টি পদে বিজয়ী হয় । তবে এ নির্বাচনে বিএনপি কোন প্রার্থী দেয়নি।

বৃহস্পতিবার সকাল ৯টার থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১২২ ভোটারের মধ্যে ১২০ জন ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বারের সিনিয়র আইনজীবী আ্যাডভোকেট শেখ নূর মহম্মদ এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত