আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১০:২১

পদ্মা সেতু উদ্ভোধন দেখতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যশোরের ২ জন নিহত

স্বপ্নের পদ্মা সেতুর উদ্ভোধন অনুষ্ঠানে স্বশরিরে উপস্থিত থেকে ইতিহাসের স্বাক্ষি হতে যেয়ে। নিহত হয়ে পরিবারের কাছে চির স্বাক্ষি হয়ে গেলেন রুপদিয়ার অহিদুল ইসলাম ও কচুয়া ইউনিয়নের মফিজুর।জানা যায় ফরিদপুরের নগরকান্দায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে যশোরের রুপদিয়ার দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন । রুপদিয়া বাজারের পার্টস ব্যবসায়ী অহিদুল ইসলাম নিহত হয়েছেন, নিহত অহিদুল রুপদিয়া সুরোত আলী মার্কেটের জামান মেশিনারীর মালিক। অহিদুলের গ্রামের বাড়ি মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে। অপরজন কচুয়া ইউনিয়নের খানপাড়ার মফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুরে আলম পলাশ।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮ টার দিকে ঢাকা-খুলনা বিশ্বরোডের নগরকান্দা উপজেলার কান্দী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনেরা জানান , তারা একই সাথে লাইন বাসে পদ্মাসেতু উদ্বোধন দেখতে গিয়েছিলো। ফেরার পথে একটি মাইক্রোবাসে ( শেয়ারিং ) বাড়ি ফিরছিলেন। ওই মাইক্রোবাসে আরো কয়েকজন ছিলো।
প্রত্যক্ষদর্শীদের পুলিশ জানায়, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসে থাকা দুইজনের মৃত্যু হয়। এ সময় মাইক্রোবাসের আরও কয়েকজন জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো সংবাদ