আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৫:১৩

পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান উদ্ধার

 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বটতলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী ০৩টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, একটি গ্রুপ কিছুদিন ধরে আক্কেলপুর উপজেলার বটতলী এলাকার ছিনতাইয়ের কাজের সাথে জড়িত বলে জানা যায়। রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে তারা ছিনতাই করে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় একটি মেহগনি বাগানে অভিযান পরিচালনা করা হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত গ্রুপের লোকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ঐ স্থান সার্চ করে পরিত্যক্ত অবস্থায় তিনটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

পরবর্তীতে পরিত্যাক্ত ওয়ান শুটারগানগুলো জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনাই থানায় একটি সাধারণ ডায়রী হয়েছে ।

আরো সংবাদ