আজ - শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:২২

পরীমণি ও মোশাররফ করিমের কল রেকর্ড ফাঁস!

দেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিম ও আলোচিত চিত্রনায়িকা পরীমণির একটি ফোনালাপের একটি রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে শোনা যায়, পরীকে রাতে তার বাসায় যাওয়ার জন্য বলছেন মোশাররফ। মুহূর্তেই কল রেকর্ডটি নিয়ে হৈচৈ শুরু হয়ে গেছে।

আসলে বাস্তবের কোনো ফোনালাপ নয়। মূলত তাদের নতুন সিনেমা ‘মুখোশ’-এরই অংশ এটি। প্রচারণার কৌশল হিসেবেই এমন পন্থা বেছে নিয়েছেন তারা। রোববার (৬ মার্চ) টাইগার মিডিয়ার ফেসবুক পেজে ‘মোশাররফ করিম ও পরীমণির কল রেকর্ড ফাঁস!’ শিরোনামে একটি অডিও প্রকাশ করা হয়। সেখানেই ফোনে কথা বলতে শোনা গেছে পরী-মোশারফকে।

ওই কল রেকর্ড ‘মুখোশ’ সিনেমার একটি দৃশ্যে রয়েছে। একে-অপরকে কী বলেছেন মোশাররফ করিম ও পরীমণি, জেনে নেওয়া যাক…

মোশাররফ: হ্যাঁ কেমন আছো?

পরীমণি: আপনি কল দিয়েছেন! আমি স্বপ্ন দেখছি না তো!

মোশাররফ: না, আমি স্বপ্ন দেখছি। আমার স্বপ্নের আকাশে অনেক তারা। তারার আমার দরকার নেই, আমি চাঁদের অপেক্ষা করছি। শোনো তোমার জন্য একটা সুখবর আছে।

আরো সংবাদ