আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:০০

পশুর নদে জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ

মোংলার পশুর নদীতে বয়া থেকে লাইটারেজ জাহাজ ছাড়ার সময় দুর্ঘটনায় এক নাবিক নিখোঁজ হয়েছেন। তার নাম মো. জাবের আলী (৪৫)। সোমবার (২১ জুন) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিখোঁজ নাবিকের সন্ধানে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড তৎপরতা চালাচ্ছে। জাহাজটিতে মাস্টারসহ নয় জন নাবিক ছিলেন।

নিখোঁজ হওয়া নাবিকের (লস্কর) জাহাজ এম ভি মোকসেদ ফেনীর মাস্টার আবদুর রশিদ বলেন, ‘এদিন সকাল ১১টায় পশুর নদীর বয়া থেকে জাহাজটির আলাদ (রশি) খুলতে গিয়ে পা পিছলে জাবের আলী পড়ে নিখোঁজ হন। তার সন্ধানে স্থানীয় প্রশাসন তৎপরতা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গত ১৩ জুন জাহাজে ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে পশুর নদীর পাড়ে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে খালাস করা হয়। খালাস শেষে জাহাজটি নদীতে থাকা বয়ায় অবস্থানের পর আজ (সোমবার) ছেড়ে যাওয়ার কথা ছিল।’ এ সময়ই দুর্ঘটনাটি ঘটে এবং এ ঘটনায় থানায় জিডি করা হবে বলেও জানান তিনি।

নিখোঁজ জাবের আলী নড়াইল জেলার চুনখোলা গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত