শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় এক অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়েছে মানুষ। সূর্য ডুবতেই সেই দৃশ্যের সাক্ষী হলো অনেকেই। আকাশে উঠেছে সরু এক চাঁদ। আর তার নিচেই দেখা যাচ্ছে এক আলোর বিন্দু।
এমন দৃশ্য কবে দেখা গেছে, তা মনে করতে পারছেন না অনেকেই। সন্ধ্যা প্রায় ৬টা পর্যন্ত সেই আলোর বিন্দু একেবারে চাঁদের কাছেই অবস্থান করছিল। পরে দেখা যায়, আস্তে আস্তে সেই বিন্দু চাঁদ থেকে দূরে সরে যাচ্ছে। তা দেখে এদিন থমকে যান চলতি পথের মানুষ। বাংলাদেশসহ পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গা থেকেই সেই দৃশ্য দেখা গেছে।
কলকাতার ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের ডিরেক্টর দেবী প্রসাদ দুয়ারী জানিয়েছেন, আসলে চাঁদের নিচে যে উজ্জ্বল বিন্দু দেখা যাচ্ছে, তা হলো শুক্রগ্রহ। পৃথিবীর নিরিখে মনে হচ্ছে যেন শুক্রের কাছে চলে এসেছে চাঁদ।
তিনি জানিয়েছেন, এদিন মাহে রমজানের প্রথম রোজার ইফতারি শেষে চাঁদ এবং তারার কাছাকাছি আসার বিষয়টি নজরে আসে আরবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে খানজাহান আলী ২৪/৭ নিউজের প্রতিনিধির।একয় সাথে চাঁদ তারার এমন বিরল দৃশ্য দেখেছেন আমাদের প্রতিনিধির সাথে যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম,যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মীর জহরুল ইসলাম,দেয়াড়া মডেল ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান,চাঁচড়া ইউপি চেয়ারম্যান শামিম রেজা,রামনগর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, তাদের বক্তব্যে এর আগে এমন ঘটনা কেউ দেখেন নায় বলে জানান,এটা ইতিহাসের বিরল ঘটনা।দেখে মনে হচ্ছিল যেন চাঁদ চাপা দিয়ে দিয়েছে শুক্রকে। তারপর আস্তে আস্তে শুক্রের সঙ্গে দূরত্ব বাড়ছে। ফলে দেখে মনে হচ্ছে ওই উজ্জ্বল বিন্দু দূরে চলে যাচ্ছে।
কতদিন বাদে আবার এমন দৃশ্য দেখা যাবে, তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয় বলেই মনে করছেন যশোরের মানুষ।