আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:২৯

পাইকগাছা পৌরসভা নির্বাচনে পুনরায় নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাইকগাছা পৌরসভা নির্বাচনে পুনরায় নৌকা প্রতীক পেলেন বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর। শনিবার বিকালে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ডে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থী চুড়ান্ত করা হয়। এ সভায় মেয়র সেলিম জাহাঙ্গীরকে পুনরায় নৌকা প্রতীকের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এদিকে, সেলিম জাহাঙ্গীরকে দলীয় প্রার্থী মনোনীত করায় নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। খবর পাওয়ার পর এলাকায় মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা। দলের এমন সিদ্ধান্তে জনগণের আশার প্রতিফলন ঘটেছে এমন মন্তব্য করে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবুসহ সংশ্লিষ্ট মনোনয়ন বোর্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। উল্লেখ্য, বিগত দুটি নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে মেয়র সেলিম জাহাঙ্গীর টানা দুইবার মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশনের তফশীল ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি পাইকগাছা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ