আজ - মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:৩৮

পাকিস্তানে আসিফ গফুরের স্থলাভিষিক্ত হচ্ছেন বাবর ইফতিখার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের প্রধান হচ্ছেন মেজর জেনারেল বাবর ইফতেখার। তিনি আইএসপিআরের পরিচালক মেজর জেনারেল আসিফ গফুরের স্থলাভিষিক্ত হচ্ছেন। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) এক বিবৃতিতে এ খবর জানানো হয়ে।

মেজর জেনারেল আসিফ গফুর পাঞ্জাব প্রদেশের ওকারা জেলার কমান্ডিং অফিসার হিসেবে যোগদান করবেন।

ডন টিভির খবরে বলা হয়, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পরই এ খবর এসেছে। ওই বৈঠকে সেনাবাহিনীর পেশাদার সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়।

মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় তার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই সব মিডিয়াকে। তিনি টুইট বার্তায় পাকিস্তানিদের ভালোবাসা ও সমর্থনের কথাও জানান। এরপর আইএসপিআরের নতুন পরিচালককে শুভেচ্ছা জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত