আজ - বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৭:৪৭

পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু।

খুলনার ডুমুরিয়ায় পানিতে ডুবে মোয়াজ্জেল ও কুলছুম নামে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শরাফপুর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভুলবাড়িয়া গ্রামে রুবেল ও আরেফা আপন দুই ভাই বোন পাশাপাশি বসবাস করেন। আরেফার ছেলে মোয়াজ্জেল (৪) ও রুবেল শেখের মেয়ে কুলছুম (সাড়ে ৩) ঘটনার দিন দুপুরের একটু আগে বাড়ির পাশের ডাকাতিয়া নামক একটি খালে শিশু দুটি নেমে পানিতে খেলার একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখে কুলছুম পানির উপর ভেসে আছে। এরপর সেখানে নেমে তলিয়ে থাকা অবস্থায় মোয়াজ্জেলকেও উদ্ধার করে। দ্রুত ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে  প্রেরণ করা হয়ে সেখানকার চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

আরো সংবাদ