আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:১৫

পারিবারিক কলহের জেরে মণিরামপুরে গৃহবধূর আত্মহত্যা

যশোরের মণিরামপুরে আমেনা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।

রবিবার (০১ মে) সকাল ৯টার দিকে উপজেলার কৃষ্ণবাটি গ্রামে স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনরা। আমেনা খাতুন ওই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে আমেনা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আমেনার ভাসুর রাজু ইসলাম বলেন, রবিবার সকালে আরিফ ও তার স্ত্রী বাড়িতে ধান ঝাড়ার কাজ করছিলেন। এরপর তারা দুই জনে একসাথে রান্নাঘরে সকালের খাবার খেতে ঢোকেন। সেখানে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন স্বামীকে খাওয়া অবস্থায় রেখে নিজ ঘরে যান আমেনা। সেখানে গলায় রশি জড়িয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

মণিরামপুর থানার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, স্বজনরা জানিয়েছেন, গৃহবধূ খুব জেদী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত