শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে মকবুল হোসেন মোল্লা (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার বড় ছেলে রুবেল মোল্লা (৩৮)। ঘটনার পর পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ছেলেও মারা যায় বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) রাতে নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের চেরাগ আলী বেপারীকান্দি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মকবুল হোসেন মোল্লার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছিল। বিশেষ করে বড় ছেলে রুবেল মোল্লার সঙ্গে পারিবারিক কলহ তীব্র হয়ে ওঠে।
রোববার সন্ধ্যায় বাবা-ছেলের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডার একপর্যায়ে রুবেল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত মকবুলকে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর রুবেল মোল্লা বাড়ি থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু বাড়ির পাশের মাঠে গিয়ে হঠাৎ পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত উত্তেজনা ও মানসিক চাপের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, “পারিবারিক কলহ থেকে ভয়াবহ পরিণতি হয়েছে। ছেলে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে, পরে দৌড়ে পালানোর সময় নিজেও মৃত্যুবরণ করেছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”