আজ - বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:১২

পুলিশের গ্রেফতার এড়াতে পালাতে যেয়ে আওয়ামীলীগ নেতার প্রান গেলো

পুলিশের গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলার হেমেশ চন্দ্র মণ্ডলের (৫৭) মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে পাইকগাছা পৌরসভার বাতিখালি নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গভীর রাতে পুলিশ বাতিখালি এলাকায় হেমেশ চন্দ্র মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। তখন তিনি পাশের বাড়িতে ছিলেন। তিনি পালানোর জন্য ওই বাড়ির ছাদ থেকে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, হেমেশ চন্দ্র মণ্ডলের ২ মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী।

আরো সংবাদ