আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৩০

পুলিশ কনস্টেবলকে গণপিটুনি!

ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জের ভৈরবে রেলস্টেশন এলাকায় ইজিবাইক চুরির সন্দেহে পুলিশের এক কনস্টেবলকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গেছে, গণপিটুনির শিকার কনস্টেবল সিয়াম দুই মাস আগে ভৈরব থানায় যোগ দিয়েছেন। ঘটনার সময় রেলস্টেশন এলাকায় দাঁড় করিয়ে রাখা ইজি বাইকের কাছে সিভিল পোশাকে অবস্থান করছিলেন তিনি। চোর সন্দেহে তাকে কয়েকজন ইজিবাইক চালক ঘিরে ধরে পিটুনি দেন। এসময় তিনি চিৎকার করে বলছিলেন, আমি পুলিশ কনস্টেবল।

স্থানীয়দের মধ্য থেকে কয়েকজন তাকে ভিড়ের মধ্য থেকে উদ্ধার করে থানায় খবর দেন। পরে ভৈরব থানা থেকে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত