আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:১৬

পুলেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

“হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজো তবে শুধু হেসে যাও আজ বিদায় দিনে কেঁদো না”

স্টাফ রিপোর্টার :: পুলেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণীতে নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।তিনি বলেন আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্ন করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যয়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং মেধা ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

শাহারুল ইসলাম আরও বলেন,বলেন জাতীয় কবি নজরুল ইসলামের পুথিগত বিদ্যা ছিলনা, তবুও তার অনেক লেখা ক্লাসে পড়ানো হয়। যে শিক্ষার্থী পিতা-মাতাকে ভাল বাসতে পারে, সে সব কিছু করতে পারে। গুরুজনের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালবাসা থাকলে জীবন গড়ার কাজে সব চেয়ে বেশী ভূমিকা রাখে। ভাল মানুষ সাজলে হবেনা, আদর্শবান হতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন পুলেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মজিদ, পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত অভিভাক সদস্য কার্ত্তিক চন্দ্র পাল, বাবর জাহিদ সহ স্থানীয় গণ্যমাণ্যরা। এ বছর পুলেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৪১ জন শিক্ষার্থী ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করছে এবং ৬ষ্ঠ শ্রেণীতে এ পর্যন্ত ৭৮ জন ছাত্রী ভর্তি হয়েছে ।

আরো সংবাদ