আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:০৩

পুলেরহাট স্কুলে মিলন প্যানেলকে পরাজিত করে বিজয়ী শাহারুল আজিজ প্যানেল।

স্টাফ রিপোর্টার ।।  যশোর সদর উপজেলার পুলেরহাটএমএল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক বৃন্দের প্রত্যক্ষ ভোটে যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন প্যানেলকে বিশাল ব্যবধানে পরাজিত করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন শাহারুল ইসলাম ও আজিজ বিশ্বাস মনোনীত প্যানেল। 

আজ রবিবার  সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু করে বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। উক্ত নির্বাচনে শাহারুল আজিজ প্যানেলের সাথে শহিদুল ইসলাম মিলনের  মনোনীত স্বাধীনতা পন্থী উন্নয়ন অগ্রগতি প্যানেলের হয়ে ওয়াজেদ আলী মাষ্টার প্রতিদ্বন্দিতা করেছিলেন । এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৭৬৪ জন।

বিজয়ী শাহারুল আজিজ প্যানেলের সর্বচ্চো ভোট পেয়ে সদস্য পদের সাধারন অভিভাবক নির্বাচিত হয়েছেন মোঃ মঈনুল ইসলাম তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৩৫৪ , ২য় হয়েছেন বাবর জাহিদ তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৩৫২ , ৩য় হয়েছেন সিরাজুল ইসলাম তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৩৪৩ , ৪র্থ হয়েছেন কার্ত্তিক চন্দ্র পাল তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৩২৫। 

অভিভাবক (সংরক্ষিত মহিলা) আসনে সর্বচ্চো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোসাঃ নুরুন্নাহার তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৩৩৯  তাঁর নিকটতম প্রতিদ্বন্দি আনোয়ারা বেগম  পেয়েছেন ১৭৪ ভোট।

শিক্ষক প্রতিনিধি (সাধারন) পদে সর্বচ্চো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সহিদুল ইসলাম ও মোঃ রুহুল আমিন তাদের  প্রাপ্ত ভোট সংখ্যা যথাক্রমে ১১ ও ০৯। 

শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) আসনে সর্বচ্চো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবিনা ইয়াসমিন  তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ০৪ একই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দি আফরোজা আল মাহমুদ পেয়েছেন ০৩ ভোট।

সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  এম কামরুজ্জামান জাহাঙ্গীর।বিকাল ৫টায় ফলাফল প্রকাশের পর বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন শাহারুল ইসলাম ও আজিজ বিশ্বাস এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

শহিদুল ইসলাম মিলনের  মনোনীত স্বাধীনতা পন্থী উন্নয়ন অগ্রগতি প্যানেলের পরিচিতি সভা (ফাইল ফটো)

উল্লেখ্য শাহারুল ইসলাম একাধারে যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং ৯ নং আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এবং আজিজ বিশ্বাস চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।        

আরো সংবাদ