আজ - সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:৪১

প্রকাশ্যে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা।

ছাত্রলীগ নেতা জাহিদ খান ঝলককে (২৬) বাড়ি থেকে ডেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, রাত ৯টার দিকে কয়েকজন যুবক জাহিদকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। বের হওয়ার পরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত