আজ - শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৫:০৬

প্রতারণাপূর্বক আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধার, গ্রেফতার-০২।

বেনাপোল পোর্ট থানার আঃ মান্নান এর “আছিয়া ট্রান্সপোর্ট” নামে একটা প্রতিষ্ঠানের। “মেসার্স সৈকত ট্রেডার্স”, চাকতাই কোতয়ালী, চিটাগাং ভারত হতে বিভিন্ন মালামাল বাংলাদেশে আমদানি করে। ” আছিয়া ট্রেডার্স” উক্ত প্রতিষ্ঠানের মালামাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। তারই ধারাবাহিকতায় উক্ত ট্রেডার্সের আমদানিকৃত ছোলার মধ্যে হতে ৬৬৭ বস্তা ছোলা যার ওজন ২০টন ৯০ কেজি, মূল্য ১৬,০০,০০০/= টাকা যাহা “সাগর ট্রেডার্স রাজবাড়ী” তে পাঠানোর জন্যে ২৮ শে মার্চ ট্রাক লোড করে পাঠায়। পরবর্তীতে ট্রাকের ড্রাইভার ও মালিক মিলে আমদানিকৃত ছোলা আত্মসাৎ করে অন্যত্র বিক্রি করে দেয়।ছোলা আত্মসাতের অভিযোগের আছিয়া ট্রেডাস বেনাপোল পোর্ট থানার মামলা দায়ের করেন।

রমজান মাসে ছোলা আত্মসাতের ঘটনাটি ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করে। যশোর পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোর জনাব রুপণ কুমার সরকার,এর তত্ত্বাবধানে এসআই নূর ইসলাম, এসআই শফি আহমেদ রিয়েল, এসআই শামীম হোসেনের সমন্বয়ে একটা চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করেন। ৩ এপ্রিল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে যশোর জেলা ডিবি পুলিশ ঘটনায় জড়িত আসামী হাসান আল মামুন রাজন, খাসিয়ার রহমান মিঠুকে গ্রেফতার করেন এবং আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধার করেন।

আরো সংবাদ