আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:২৩

প্রতারণার শিকার সানি লিওন!

ঋণ দেওয়ার নাম করে সানি লিওনের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাঁর প্যান কার্ড ব্যবহার করে এই আর্থিক জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ করেন বলিউড অভিনেত্রী। একটি টুইট করে সানি লিওন জানান, তাঁর প্যান কার্ড ব্যবহার করে এক ব্যক্তি দু’হাজার টাকা ঋণ নিয়েছেন। এক আর্থিক সংস্থাকে এ বিষয়ে অভিযোগ জানালেও কোনও সাহায্য পাওয়া যায়নি বলে সানির অভিযোগ। কিছুক্ষণ পরেই যদিও টুইটটি মুছে দেন তিনি।

সানির সমস্যার কথা জানতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসে একাধিক শেয়ার ব্রোকিং সংস্থা। সুরাহা মিলতেই তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করে সানি লেখেন, ‘এত সহজে পুরো সমস্যার সমাধান করার জন্য এবং এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে নজর রাখার জন্য ধন্যবাদ। আমি জানি, ভবিষ্যতে অন্যদেরও এমন সমস্যা এড়িয়ে যেতে আপনারা একই ভাবে সাহায্য করবেন।’

এক ব্যক্তি সানির পোস্টে জানিয়েছেন, তিনিও এই একই সমস্যার সম্মুখীন। তাঁকে সাহায্যের অনুরোধ করেছেন ‘রাগিনি এমএমএস ২’-এর নায়িকা। সূত্র: আনন্দবাজার

আরো সংবাদ